বগুড়া সংবাদ :বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরিফ হোসেন (২৬) নামে এক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে। মুন্সিগঞ্জে একটি কোম্পানীতে চাকরি করেন তিনি। সেখানে থাকা অবস্থায় গত ৯ অক্টোবর হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। পরদিন তিনি সেখান থেকে সোনাতলায় নিজ বাড়িতে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আরিফ হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তার অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
