সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড ভ্যাকসিন সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসন আয়োজিত কনফারেন্স কক্ষে টাইফয়েড ভ্যাকসিন সংক্রান্ত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমীন কবিরাজের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েতুর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.শরিফা নুসরাত,আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা রফিকুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু প্রমুখ। উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের জিল্লুর রহমান ও স্থানীয় গণমাধ্যম কর্মিরাসহ অন্যরা। এ উপজেলায় মোট ৬০ হাজার ৭১২ জন ছেলে-মেয়েকে (৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত) জন টাইফয়েড ভ্যাকসিন প্রদানের আওতায় নেয়া হয়েছে। সারাদেশের ন্যায় সোনাতলায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর একমাস ব্যাপি টাইফয়েট ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে বলে সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমীন কবিরাজ এ তথ্য জানান। তিনি টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *