সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপিত

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দুপুরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েতুর রশীদ ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, সমাজ সেবা কর্মকর্তা আবু সালেহ মোঃ নূহ্, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা,উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.শরিফা নুসরাত,একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও বিভিন্ন এলাকার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা। দিবসটির প্রতিপাদ্য ছিল‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি’। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *