
বগুড়া সংবাদ : বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬দফা দাবিতে টানা ৬দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। ৬অক্টোবর সোমবার সকাল ৯থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেওয়ালে ব্যানার টাঙ্গিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দুপচাঁচিয়া উপজেলা শাখার সদস্যরা। ওই সময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম, সহ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী ইসলাম, কোষাধ্যক্ষ ইছাহক আলী, প্রচার সম্পাদক আহসান হাবীব, মহিলা বিষয়ক সম্পাদিকা সামছুন্নাহার, সদস্য ছেলিনা বেগম ও জেসমিন ইয়াছমিনসহ সকল স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনটির ৬দফা দাবি সমূহের মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, ১৪ তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রæত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহŸান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।