সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ডক্টর পারভেজ এর অনুদানে নির্মিত অযুখানার উদ্বোধন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশলাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইফসো) এর মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ এর নিজস্ব অনুদানে নব-নির্মিত কাহালু পৌরসভার দলগাড়া জামে মস্জিদের অযুখানা উদ্বোধন করা হয়।
গত রোববার অযুখানার উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা ও জামায়াত মনোনীত কাহালু পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, কাহালু উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, পৌর জামায়াতের সেক্রেটারী ও সাবেক পৌর কাউন্সির হাফেজ নজরুল ইসলাম সাইফুল, বায়তুল মাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও জামায়াতনেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, কাহালু বাজারের ওয়ালটন শো-রুমের পরিচালক ও জামায়াতনেতা হুমায়ন কবির (সাগর) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *