
বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদে ২”শ ৬১ জন উপকারভোগীদের মাঝে সেপ্টেম্বর মাসের ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
উক্ত ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউ পির সচিব জাকির হোসেন, মালঞ্চা ইউ পির প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান সাঞ্জু, মুনজিলা বেগম, ইউ পি সদস্য আব্দুস সামাদ, মুঞ্জুরুল হক (মুঞ্জু), পারুল বেগম সহ অন্যান্য ইউ পি সদস্যবৃন্দ।