বগুড়া সংবাদ : খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ সহ সারাদেশে অব্যাহত ধর্ষণ-নিপিড়ন ও তিনজনকে হত্যাকান্ডের প্রতিবাদে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির ঘোষিত দেশব্যাপী কর্মসূচির
অংশ হিসেবে, অদ্য ২৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.৩০ টায় সাতমাথায় জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদ’র সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জয় ভৌমিক প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে পাহাড়ি এবং সমতলে পঞ্চান্ন লক্ষ আদিবাসীদের বসবাস, তাদের সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য আছে। মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক লড়াইয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অংশ গ্রহণ আছে।
স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম করলেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মানবিক মর্যাদা নেই, বরং বারংবার পাহাড় ও সমতলের আদিবাসীদের উপর অব্যাহতভাবে আক্রমণ, বাড়ি- ঘরে হামলা, নিজ জমি থেকে উচ্ছেদ, ধর্ষণ, হত্যা নিত্যনৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
সর্বশেষ ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আদিবাসী নিহতের ঘটনায় গভীর ক্ষোভ নিন্দা প্রকাশ করা হয়। ঘটনা প্রমান করে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, অথচ সরকার নিরব।
নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
