সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সনাতন ধর্মের লোকজনের সাথে সাবেক এম পি মোশারফ হোসেনের মতবিনিময়

বগুড়া সংবাদ:বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও যোগীরভবন গ্রামের সনাতন ধর্মের লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব (সাকি)।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মাহবুবুর রহমান (রুবেল)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিনেতা ও সাবেক পাইকড় ইউ পির চেয়ারম্যান আমজাদ হোসেন, বিএনপিনেতা ও পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম (ঘুটু), পাইকড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, পাইকড় ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদৌস মাষ্টার, যোগীরভবন গ্রাম কমিটির আনোয়ার হোসেন, সনাতন ধর্মালম্বীদের পক্ষে বক্তব্য রাখেন যোগীরভবন মন্দিরের সেবায়েত শ্রী বাদল চন্দ্র মহন্ত প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মের নারী ও পুরুষবৃন্দ।

 

Check Also

দুর্নীতিমুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-চন্দন

বগুড়া সংবাদ :  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, তারেক রহমানকে ধানের শীষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *