সর্বশেষ সংবাদ ::

কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণীর ক্লাশ উদ্বোধন ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ :  বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু সিদ্দিকীয়া কামিল (মার্স্টাাস) মাদ্রাসার হলরুমে কামিল শ্রেণীর ক্লাশ উদ্বোধন ও দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ এর ডিন প্রফেসর ডক্টর মুহাম্মদ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুস্তফারিয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী, কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহীদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, কাহালু উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব শহিদুর রহমান সবুজ, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি কাহালু পৌর নির্বাচনের জামায়াত সমর্থীত মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ, কাহালু পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল ইসলাম, জামায়াতনেতা আবু দাউদ, আলহাজ্ব ফখরুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং অত্র মাদ্রাসার গভনিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *