সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুবেল বহিষ্কার; সেই বহিষ্কারের চিঠিতে ব্যাকডেটে স্বাক্ষর নিয়ে তোলপাড়!

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার সকাল ১০ টায় নওগাঁ শহরের তাজের মোড় এলাকা থেকে প্রায় ৭কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঘটনাটি ছড়িয়ে পড়লে বহিষ্কার দেয়া নিয়ে দলটির মধ্যে নাটকীয়তা শুরু হয়। ঠিক কয়েক ঘন্টা পরেই ৭ আগষ্ট ব্যাকডেটের একটি বগুড়া জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তি দেওয়া বহিষ্কারাদেশ পত্র প্রকাশ হয়। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণের মাঝে।

জানা যায়, গত সোমবার সকাল ১০টায় নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ৫টি প্যাকেট ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধারসহ সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর পর দলের ভাবমূর্তি রক্ষায় তড়িঘড়ি করে বহিষ্কার দেয়া হয়েছে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া একটি বহিষ্কারাদেশ পত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সান্তাহার পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হলো। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করাও হলো। যেখানে গত মাসের ৭আগষ্ট এক মাস ৮ দিনের একটি ব্যাকডেটে বহিষ্কার পত্র দেয়া হয়েছে। অথচ দলটির বিভিন্ন কার্যক্রম সামাজিক মাধ্যমে দেখা গেলেও সেই বহিষ্কার পত্র ইতিপূর্বে কোথাও দেখা যায়নি। যদিও বহিষ্কার পত্র এক মাস আগে দেয়া হয়েছে তারপরও তাকে দলটির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। চলতি মাসের ৩ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তাকে বিভিন্ন নেতা-কর্মীদের সঙ্গে দলীয় ব্যানারে সামনের সারিতে তিনি অংশ গ্রহণ করেন। এবং গত মাসে ৩১ আগষ্ট তাকে নিজের ফেসবুক আইডিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজের পদ পদবিসহ শুভেচ্ছা দিতেও দেখা যায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মাঝেও নানান গুঞ্জন শুরু হয়েছে। যার ফলে এই বহিষ্কারাদেশ দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই? এদিকে তার গ্রেপ্তার ও বহিষ্কারের খবর পেয়ে পৌর শহরের
স্থানীয় জনসাধারণরা মিষ্টি বিতরণ করেছেন।
এ বিষয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জানান, অনেক আগেই রুবেল হোসেন কে বহিষ্কার করা হয়েছে। ৩১ আগষ্ট ও ৩ সেপ্টেম্বর দলীয় প্রোগ্রামে অংশ নিতে দেখা গেছে জিজ্ঞেসা করতেই তিনি উত্তরে বলেন আমরা তাকে কোন প্রোগ্রামে দেখিনি।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *