সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে শৈল্পিক কারুকার্যে দেবী দূর্গার প্রতিমা তৈরী মহা ব্যস্ত কারীগররা

বগুড়া সংবাদ :আকাশে বাতাশে চারিদিকে বইছে শরৎ এর আগমনী বার্তা। হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসবের আগমনে বাঙ্গালীর ঘরে ঘরে বইছে আগাম আনন্দের বন্যা। সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে মন্ডবে মন্ডবে ইতিমধ্যে দেবী দূর্গা’র প্রতিমা তৈরীতে মহা ব্যস্ত সময় কাটাচ্ছে মৃৎশিল্পী কারীগর’রা। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্টীর মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী চলবে পুজোর উৎসব। ২ রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দেবী দূর্গার পুজো।

আদমদীঘি উপজেলার বিভিন্ন মন্ডব ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পী কারিগররা বাঁশ,খড়, মাটি, ধানের গুড়া সহ নানা রকম উপকরণ দিয়ে স্বর্গলোকের দেবী দূর্গার প্রতিমা সহ মহাদেব শিব, গনেশ, কার্তিক, লক্ষী, সরস্বতী, সিংহ, ময়ুর, ইদুঁর, পেঁচা তৈরীর কাজে মহা ব্যস্ত সময় কাটাচ্ছে মৃৎ শিল্পী কারিগররা। প্রতিমা তৈরীর কারিগররা জানায়, পুজোর আর বেশী সময় নেই। তাই তারা কাঁদা মাটি যুক্ত মাটি দিয়ে নানা ধরনের কারুকার্যে স্বর্গলোকের দেবী দূর্গা সহ তার সঙ্গীদের প্রতিমা  তৈরীর কাজ আগে ভাগেই শুরু করেছি। কেননা মাটির তৈরী প্রতিমা গুলো রৌদ্রে শুকিয়ে দিতে হয়। প্রায় মন্ডবগুলোতে ইতি মধ্যে মাটির কাজ শেষের দিকে। উপজেলার সান্তাহার পুরাতন বাজার সার্বজনীন দূর্গা মন্ডবে গিয়ে প্রতিমা তৈরীর কারিগর মৃৎশিল্পী রনজিৎ বলেন, তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ভেকরা গ্রামে। ছোট বেলা থেকেই প্রতিমা তৈরীর প্রতি তার মনোযোগ হয়। শৈল্পীক কারুকার্য শেখার জন্য সে ভারতে নদীয়াতে এক মৃৎশিল্পীর কাছে কিছু দিন কাজ শিখে দেশে ফিরে প্রতিমা তৈরীর কাজে নেমে পড়ে। প্রতি বছর সে প্রতিমা তৈরী করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি অনেক স্বাবলম্বী হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, উপজেলা প্রতিটা মন্ডব কমিটির নের্তৃবৃন্দকে রাতের বেলা প্রতিমাগুলো দেখভালের জন্য পাহারার দেয়ার পাশাপাশি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রাখতে নির্দ্দেশ দেয়া হয়েছে।  এছাড়ারও মন্ডবগুলোর সুরক্ষা দিতে  ইউনিয়ন বিট পুলিশের দ্বায়িত্বে থাকা থানার পুলিশ অফিসারগন সার্বক্ষনিক প্রতিটি মন্ডব পরিদর্শনের পাশাপাশি পুজা মন্ডবের কমিটির নের্তৃবৃন্দের সাথে যোগাযোগ করে যাচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তার কোন ঘারতি নেই।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *