সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে রাস্তা বন্ধ করায় ১০টি পরিবার ভোগান্তির শিকার

 

বগুড়া সংবাদ  (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : বগুড়ার গাবতলীতে পায়ে হাটার রাস্তা বন্ধ করায়  উপজেলা নির্বাহী বরাবরে লিখিত অভিযোগ  দায়ের করেছে ছালেক নামের এক ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দর্গাতলী গ্রামে। অভিযোগে জানা গেছে দুর্গাহাটা ইউপির দর্গাতলী গ্রামের মৃত ফমিজ উদ্দিনের ছেলে আব্দুল ছালেক,মহিদুল,তছলিমসহ ঐ রাস্তা দিয়ে কমপক্ষে ১০টি পরিবারের লোকজন ৫০বছর হলে যাতআয়াত করে আসচ্ছে। প্রতিহিংসা করে একই গ্রামের পিতা মৃত  মন্তেজার রহমানের ছেলে সানাউল,ও সন্দেস মিলে পুরো রাস্তাটি বন্ধ করে দেয়। এতে কয়েকটি পরিবার চরম ভোগান্তির শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল সালেক বাদী হয়ে গত ২সেপ্টেম্বর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *