
বগুড়া সংবাদ ( জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া) : ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনূস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া -৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। এ সময় বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী গাবতলী উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, জামায়াত নেতা অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যাপক মোরশেদুল ইসলাম বাবুল, রানা, নুরুজ্জামান, প্রমুখ।