সর্বশেষ সংবাদ ::

ধুনটে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে সবুজ খান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারা- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবন, প্রয়োগ ও ব্যবহারের অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ইয়াবা ধ্বংস করে ফেলা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

দুপচাঁচিয়ায় ভিভো মোবাইল ফোনের শোরুম উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের দ্বিতীয় তলায় শোভা মোবাইল মার্কেটে জনপ্রিয় মোবাইল ফোন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *