সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে উপজেলার ইমাম মুয়াজ্জিনদের নিয়ে ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া):
ইসলামের দাওয়াতের আলোকবর্তিকা ইমাম/খতিব ও মুয়াজ্জিনরা, যারা মসজিদের মিনার থেকে আল্লাহর ডাক পৌঁছে দেন মানুষের অন্তরে, তাদের সম্মান জানাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো অভূতপূর্ব ওলামা-মাশায়েখ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে, শরীর ভিজিয়ে সমাবেশে অংশ নেন প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ।
৩০ আগষ্ট-২০২৫, শনিবার সকাল ১১ টায় উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব/ইমাম ও মুয়াজ্জিনরা বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়ে যে দৃশ্য সৃষ্টি করলেন, তা শিবগঞ্জের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। মসজিদের উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের দুঃখ-কষ্ট, সামাজিক মর্যাদা ও তাদের পাশে বিএনপি কীভাবে দাঁড়াবে, এসব নিয়েই ছিল মূল আলোচনা।
পবিত্র কোরআন মাজিদ তেলোয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন,
ইমাম-মুয়াজ্জিনদের কণ্ঠস্বরেই এ ভূখণ্ডে ভোর হয়, সন্ধ্যা নামে। তাদের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বিএনপির অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আলেমদের সম্মানের জায়গায় রেখেছেন। তাদের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের ওলামা-মাশায়েখদের সম্মান করেন, ভালবাসেন। ইসলামকে মনে-প্রাণে লালন করেন। পক্ষান্তরে স্বৈরাচার হাসিনা আলেমদের উপর সীমাহিন জুলুম-নির্যাতন করেছে। এজন্যই মহান আল্লাহ’র রহমতে হাসিনা কার্গো বিমানে পালাতে হয়েছে। সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে হিসাবে আলেমদের সম্মানিত করতে পেরে আমরা বিএনপি পরিবার গর্বিত।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ সকল ইমাম/খতিব-মুয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মাননা ও পাঁশে থাকবেন বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহাসিক মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক। তিনি বিএনপির এই উদ্যোগকে ‘ধর্ম ও সমাজ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সওয়ার মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

উল্লেখ্য, উপজেলায় ১৩৫ টি মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সহযোগিতা ও মীর শাহে আলমের প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদ উন্নয়নের জন্য বরাদ্দ পৌছে দেয়া হবে বলে জানান বিএনপি নেতা মীর শাহে আলম।
স্থানীয় মানুষ এটিকে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ জনগণের প্রতি বিএনপির ব্যতিক্রমী ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *