
বগুড়া সংবাদ : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় শহরের সাতমাথায় জেলা গণ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এ সমাবেশ করে।
সমাবেশ বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক খোরশেদ আলম, রাজশাহী বিভাগীয় উপ কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম এস এ মাহমুদ, জেলার সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডাক্তার মেহেরুল আলম মিশু, সহ-সভাপতি হারুন উর রশিদ, শ্রমিক অধিকার পষিদের সভাপতি মহিউদ্দিন সোহাগ, সাধারণ সনম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি লাভলু হাসান সুমন, সাবেক সাধারণ সম্পাদক আকাশ মাহবুব, সদর উপজেলার সভাপতি ইসরাফিল আলম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক
মোস্তফা আল মাসুদ (আকাশ) ,ছাত্র অধিকার পরিষদ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নিহাল, সুমন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম মিনহাজুল ইসলাম মুন্না।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রশাসনের একটি অংশ সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় নুরুল হক নুরের নেতৃত্বে শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা চালানো হয়। ভিপি নূরের কিছু হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।
তারা আরো বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক এই ঘটনা গনতন্ত্রের প্রতি হুমকি। অনতিবিলম্বে আওয়ামী দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।