
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারে কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির আহবায়ক প্রভাষক রায়হানুল ইসলাম।
সভায় সর্বসম্মতি ক্রমে জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত সফল মৎস্যচাষী ও বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম সভাপতি ও জাতীয় রৌপ্য পদকপ্রাপ্ত সফল মৎস্যচাষী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কাহালু উপজেলা হ্যাচারী মালিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলে সহ-সভাপতি বেলাল উদ্দিন কবিরাজ, সাইফুল ইসলাম বিল্টু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ক্যাশিয়ার আজাহার আলী। কমিটির উপদেষ্টা হলেন বাবলু , রায়হানুল ইসলাম ও সোহবান। উপস্থিত ছিলেন বিভিন্ন হ্যাচারীর মালিকগণ।