বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামে চাঁদা না দেওয়ায় এক কৃষকের জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৭ আগস্ট) ভুক্তভোগি কৃষক আব্দুল কাদের বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাযায়, তফসীল বর্ণিত সম্পত্তি ভুক্তভোগী আব্দুল কাদেরের স্ত্রীর ক্রয়কৃত সম্পত্তি। তিনি দীর্ঘদিন যাবত ভোগদখল করে জমি চাষাবাদ করে আসছেন। কিন্তু জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত নাজেম উদ্দিন কালু আকন্দের ছেলে মহিরুদ্দিন (৪০) ও তার ভাই মোসলেম উদ্দিন (৩০) প্রতিবেশি কৃষক আব্দুল কাদের স্ত্রীর তফসীল বর্ণিত সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার পায়তারা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক করা হয়। কিন্তু বিবাদীগণ শালিস বৈঠক না মানায় বিষয়টি আপোষ নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
এমতাবস্থায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় মহিরুদ্দিন ও তার ভাই মোসলেম উদ্দিন বাশের লাঠি, কাঠের বাটাম ও ধারালো দা, কাঁচি নিয়ে ওই সম্পত্তিতে লাগানো ধানের চারা উপড়ে তুলে ফেলে দেয়।
ভুক্তভোগি ওই কৃষক এজাহারে আরো উল্লেখ করেন, বিবাদীগণ ওই সময় অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং বলে যে, ২ লাখ টাকা চাদাঁ দে, আর যদি চাঁদা না দেস, তাহলে তোকে জমিতে আসতে দিবোনা এবং প্রাণে শেষ করে দিবে বলে হুমকি দেয়।
এবিষয়ে ধুনট থানার এএসআই বেল্লাল হোসেন বলেন, কৃষকের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
