সর্বশেষ সংবাদ ::

ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী বলেছেন, ‘ভোটাররা চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসীদের পছন্দ করে না। তারা এমন কাউকে ভোট দেবে না যারা আগামীতে ফ্যাসিবাদে পরিণত হবে।‘

রোববার (২৪ আগস্ট) বিকেলে শহরের শাহওয়ালী উল্ল্যা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, ‘নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সে হিসেবে কাজ করছি। যেখানে যাচ্ছি সেখানেই জনগণের বিপুল সমর্থন পাচ্ছি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর জনগণের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে।’

জামায়াত প্রার্থী এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *