বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের একদিন পর নদীর কুচুরিপানার ভিতর থেকে তফিজার রহমান তপু( ৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে নিয়ামতপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত এসারত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় শুক্রবার সন্ধার পর থেকে তপু নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পানননি। পরের দিন শনিবার বিকাল ৪টার দিকে এলাকার পাশ্ববর্তী বয়ে যাওয়া করতোয়া নদীর কচুরিপানার ভিতর লোকজন লাশ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসী অনেকই বলেন নিহত তপুর মুৃগীরোগ ছিল।
শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করে জানান, কচুরিপানা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় লাশের দু- হাতের ভিতর মুষ্টিবদ্ধ অবস্থায় ঘাস ছিল। ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
