বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া) : গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা খাদ্য দপ্তরের আয়োজনে খাদ্য বান্ধব কর্মসূচি উপলক্ষে ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবু সম্রাট খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মফিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমিন আক্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল ওয়াদুদ, ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ, নারুয়ামালা ইউপির চেয়ারম্যান হৃদয় হোসেন গুলজার, উপসহকারী কৃষি অফিসার মন্তিজার রহমান, ডিলার মঞ্জুর মোরশেদ, দুলাল হোসেন, আব্দুল হান্নান, জাহিদ হাসান, তহিদ সরকার, দৌলাতুজ্জমান, প্রমূখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
