বগুড়া সংবাদ : ৩৬ জুলাই স্মরণে বগুড়ায় তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা প্রদর্শনীর উদ্বোধন করেন।
বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু ও মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, সদস্য ফজলে রাব্বি ডলার ও মমিন রশিদ সাইন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও শফিকুল ইসলাম শফিক, ফেরদৌসুর রহমান প্রমুখ। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন মো. রাশেদুজ্জামান পিয়াস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও দেশের অগ্রগতিকে ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩৬ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। বক্তারা উল্লেখ করেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি শহীদ ও আহত হয়েছে। বগুড়ায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা।
প্রদর্শনীটি আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
