
বগুড়া সংবাদ :বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে দোকান ঘরের টিনের চালা কেটে দুধর্ষ চুরি সংঘটিত হয়। এ ব্যাপারে চুরি যাওয়া “মা ভ্যরাইটি ষ্টোরের” প্রোপ্রাইটর জাহাঙ্গীর আলম কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিবিরপুকুর বাজারে নিয়মিত পাহারার ব্যবস্থা থাকলেও গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরদল দোকান ঘরের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে জাহাঙ্গীর আলমের “মা ভ্যরাইটি ষ্টোরে”,আল আমীনের “হাড়ি-পাতিলের দোকানে” এবং ফরহাদ হোসেনের “তেলের দোকানে” এই দুধর্ষ চুরি সংঘটিত করে। চোরদল নগদ টাকাসহ দোকানের জিনিসপত্র চুরি করে। তবে ৩টি দোকান থেকে নগদ ও জিনিসপত্র মিলে কত টাকা চুরি গেছে এ রির্পোট লেখা পর্যন্ত তা সঠিক ভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
তবে চুরির বিষয়টি নারহট্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ নিশ্চিত করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা