সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলার ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে গতকাল বুধবার ৩০ জুলাই দুপুরে পুরস্কার বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দের সভাপতিত্বে ও জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয় পরিদর্শক মোঃ রেজওয়ানুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। বক্তব্য দেন সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের প্রভাষক বিশ্বজিৎ কুমার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান,জালাল উদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ একেএম আহসানুল মোমেনিন সোহেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন ও সোনাতলা সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী,উপাধ্যক্ষ মোঃ শাহ জালাল,বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ,সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদুজ্জামান সাজু,শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ,তেকানী চুকাই নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন,জাহানাবাদ মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন রঞ্জু,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই,ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ রবিউল ইসলাম, তেকানী চুকাই নগর ইউপি মেম্বর জামিরুল ইসলাম ও মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে। বক্তব্য শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। আজ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *