বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।
ফাহিম আহমেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
