সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় কাঁচা বাজার পূনর্বাসনের দাবীতে ইউনও’র নিকট বাজার সমিতির আবেদন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া পৌর সিও অফিস কাঁচাবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্বপার্শ্বে সরকারি খালি জাগায় উচ্ছেদকৃত কাঁচা বাজার স্থাপনের জন্য ১৫জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকট আবেদন করেছে পৌর সিও অফিস কাঁচাবাজার সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল বাছেদ প্রামানিক, সাধারণ সম্পাদক সোহেল, সহসাধারণ সম্পাদক রাজু মিস্ত্রি, জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুনির প্রামানিক, কার্যকরী সদস্য এনামুল হক প্রামানিক, আব্দুল হান্নান প্রমুখ। লিখিত আবেদনে সমিতির নেতৃবৃন্দ উল্লেখ করেন, দুপচাঁচিয়া পৌর এলাকার সিও অফিস বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ সড়কের পার্শ্বে অনানুষ্ঠানিকভাবে কাঁচা বাজার পরিচালিত হয়ে আসছিল। তবে বিগত দিনে বেশ কয়েকবার এ বাজারটি সড়ক বিভাগ উচ্ছেদ করেছে। সর্বশেষ গত ৯জুলাই কাঁচা বাজার পূনর্বাসনের ব্যবস্থা না করেই উপজেলা পরিষদ আবারও এ কাঁচা বাজার উচ্ছেদ করার কারণে বাজারের প্রায় ২শতাধিক দোকান বন্ধ হয়ে যায়। যার কারণে এ ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সুবিদ্বার্থে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্বপার্শ্বে সরকারি ৬০/৭০ শতাংশ খালি জায়গা পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। উক্ত খালি জায়গায় পৌর সিও অফিস কাঁচা বাজার স্থাপন করলে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ক্রেতা সবাই উপকৃত হবে।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *