সর্বশেষ সংবাদ ::

ঢাকায় পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ : ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে হত্যাসহ সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে বগুড়ার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই মিছিল করা হয়।
মিছিলটি বগুড়া পৌর পার্ক থেকে বের হয়ে ইয়াকুবিয়া মোড় দিয়ে শহরের সাতমাথায় এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১০ জুলাই বিকেলে মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ইট-পাথরের আঘাতে তাঁর মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তাঁর শরীরের ওপর লাফানো হয়। একটি দলের নেতাকর্মীরা একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে নিরীহ কাউকে চাঁদার জন্য পাথর মেরে হত্যা করতে পারে। ২৪-এর গণ-আন্দোলনে সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এবার নামতে হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে।
তারা আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিল। এবার আরেকটি অঙ্গসংগঠন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। ৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। তা নিশ্চিত করতে হবে। প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। ছাত্রজনতা প্রয়োজনে আবারো রক্ত দেবে। কিন্তু এই বাংলায় স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেবে না। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরও বাড়বে। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *