বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানা সেই ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাম্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী অসীম (৩০) ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি (ছোট দিয়ার) গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
জানাযায়, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে অসীমকে গ্রেপ্তার করতে যান ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক। এসময় আসামি অসীম এবং তার স্ত্রী সোহানা খাতুন (২৬) ও মা শিউলী খাতুন (৫০) লাঠি ও কাঁচি দিয়ে ওই পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় অসীম পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলী খাতুনকে আটক করেন এবং ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় শুক্রবার আহত পুলিশ অফিসার ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে শিউলী খাতুন, অসীম ও সোহানা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই হ্যান্ডকাপসহ পালানো সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত তিন নম্বর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
