বগুড়া সংবাদ : সোনাতলায় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলের বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ে নাগরিক কমিটির আবহŸায়ক সাবেক জেলা দায়রা জজ অরুপ কুমার গোস্বামী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। জাম, জামরুল, জলপাই, পেয়ারা এসব ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। এর আগে অরুপ কুমার গোম্বামী বক্তব্যে বলেন বর্তমানে বৃক্ষের চারা রোপনের সময় চলছে। বাড়ির চারপাশ-সহ যেখানে সম্ভব সেখানেই বৃক্ষ রোপন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত গাছ থাকা প্রয়োজন। সকলের বাড়িতে সুযোগ-সময় মতো গাছ লাগানো ও পরিচর্যা করার জন্য শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান,সদস্য রিবন সরকার, শফিউল্লাহ,স্কুলের সহকারি প্রধান শিক্ষক আবু তাহের, রবিউল ইসলাম-সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
