বগুড়া সংবাদ : বগুড়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি ও অপমানজনক মন্তব্য করায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিল (২০)কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।
বুধবার (২জুলাই) দুপুরে বগুড়ার ডিবি ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি ওসি জানান, আশরাফুল আলম তানজিল জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকসহ বিভিন্ন জায়গায় কটুক্তি কর মন্তব্য করে আসছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। শহরে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার জন্য ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ককটেল বিস্ফোরণ হত্যার চেষ্টা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করেন তিনি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা

