বগুড়া সংবাদ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারিয়াকান্দি শাখার
সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন।
বৃহস্পতিবার (১২জুন) সকালে সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভায় তাকে সর্ব সম্মতি ক্রমে সভাপতি মনোনীত করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও: আশিকুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাও: মোঃ আব্দুল হক, সভাপতি মন্জুরুল ইসলাম রাজু, সেক্রেটারি আতাউর রহমান, অফিস সম্পাদক আলমগীর হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সারিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি মাও: মোঃ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ মাও: আব্দুল মাজেদ, মোঃ বনি আমিন,আব্দুর রাজ্জাক,আনোয়ার হোসেন বিপ্লব, হেলাল উদ্দিন প্রমূখ
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
