সর্বশেষ সংবাদ ::

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে সোমবার সকালে অত্র কলেজ হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র‌্যালী শেষে কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ ও সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর স্মরনে কলেজের অডিটোরিয়াম হররুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।
কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ইয়াছিন আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আজম আলী খান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজিয়া আফরিন উর্মি, বগুড়া জেলা কর্ম পরিষদের সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কৈচড় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পশ্চিম শাখা) সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, অত্র কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, সহকারী অধ্যাপক রায়হানুল ইসলাম, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্রী ডাঃ হাওয়া খাতুন, ডেন্টাল সার্জন সবিতা দাস প্রমূখ।

 

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *