সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ঈদের মাঠে যাওয়া সময় বাস চাপায় প্রাণ গেলো বাবা ছেলের

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে চান মিয়া (৩৫) ও তার শিশু পুত্র আব্দুল্লাহ (৫) নামে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা-বগুড়া বাসের চালক ছিলেন বলে জানা গেছে।

ঈদের দিনে এই মর্মান্তিক বাবা ও শিশু পুত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্হানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ আদায় করার জন্য চান মিয়া তার ৫ বছর বয়সী শিশু পুত্র আব্দুল্লাহকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ২’শ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ। ঈদের দিনে এমনিতেই রাস্তা ফাঁকা আবার বাবা চান মিয়া গাড়ির চালক তারপরও অসতর্কতার সাথে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু পুত্রকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে চান মিয়াও ডিভাইডার টপকিয়ে পার হতেই ঢাকাগামী একটি অজ্ঞানতনামা দ্রুতগামী বাসের সামনে পড়ে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ছেলে এক সাথে মারা যান। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *