বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে আদুরী আকতার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ছাগলধরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে।
আদুরীর পরিবার বর্তমানে সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে বসবাস করেন । সে অনুশীলন প্রি – ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঈদ উদযাপনের জন্য আদুরী আগের দিন তার দাদা আব্দুর রহমানের ছাগলধরা গ্রামের বেড়াতে যায়। শনিবার সকালে ( ঈদের দিন) আদুরী আরো কয়েকজন সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আদুরী তার সঙ্গীদের সামনেই পুকুরে ডুবে যায়। পরে আদুরীকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
