সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

 

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা,ছিন্তাই মামলার সন্দেহভাজন আসামী,মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার বিকেল থেকে রাতভর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় কালীগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র কুমার (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পবিত্র কুমার আবাদপুকুর বাজারের প্রদীপ কুমার ঘোষের ছেলে। এছাড়া সড়কে মারধর করে বেধে রেখে মটরসাইকেল,টাকা ,মোবাইল ছিন্তাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম সজিব (৩৫),মাদক মামলার পলাতক আসামী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা(৪৫) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার পারইল গুচ্ছ গ্রাম বুড়িপুকুর গ্রামের নুরল ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *