বগুড়া সংবাদ : নওগাঁর আত্রাইয়ে সরকারের খাস জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মানের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ইট-সিমেন্ট জব্দ করা হয়েছে। এছাড়া নির্মানাধীন ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। রোববার সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস এই অভিযান পরিচালনা করেন।
আদালতের বিচারক অঞ্জনকুমার দাস জানান,উপজেলা সদরে নতুন বাজার তুলা পট্রি তিন মাথা সংলগ্ন স্থানে সরকারের খাস সম্পত্তিতে ইট দিয়ে ঘর নির্মান করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ধারা অনুযায়ী বেলাল হোসেন (৩৮)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঘর নির্মানের জন্য রাখা প্রায় দুই/আড়াই হাজার ইট- এবং ছয় বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। একই সাথে নির্মানাধীন ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। দন্ডিত বেলাল হোসেন নাটোরের নলডাঙ্গা উপজেলার সাদনগর এলাকার বাসিন্দা।
মো: সাহাজুল ইসলাম
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
