বগুড়া সংবাদ : বগুড়ায় র্যাবের অভিযানে প্রায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার টেংড়ামাগুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলো, রংপুর সদর উপজেলার রসূলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ফিরোজুল ইসলাম (৩৩) একই উপজেলার রহমতপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে জাহিদ হোসেন (২৫)।
সোমবার বিকাল ৫ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রাম থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা পরিবহন করছে। তখন র্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার টেংড়ামাগুর বাজাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের স্থানীয় থানায় পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
