বগুড়া সংবাদ : কোন উৎসব নয় বা কোন চাইনিজ বা রেষ্টুরেন্টে ভাল খাওয়ার কোন আয়োজনও নয়, ১০জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন ও চিকিৎসার অন্যান্য ব্যবস্থা করার মাধ্যমে উপমা নামে এক ছোট্ট সোনামনির জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ১০ফেব্রুয়ারী/২৪ শনিবার বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ গোলাম ফারুক সোহেল তার কন্যা উপমা’র জন্মবার্ষিকীতে এই মহতি কাজটি করেন। তিনি (সোহেল) ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ১০জন অসহায়কে বগুড়ার
বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও ২লক্ষাধিক টাকা চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের আরো কাজ করতে চান। তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সে বড় হয়ে সকলের ভালবাসা নিয়ে মানুষের সেবা করতে চায়। এই মহতি কাজের শুরুতে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসার
মুহতামিম মুফতী মোঃ রফিকুল ইসলাম ওমরপুরী। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল এর স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, এ্যাডঃ এন এম কাইছারুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু হায়দার, মীর আবুল কালাম আজাদ তাজু, বেলায়েত হোসেন, আবুল কাশেম প্রমুখ। তার এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে
সচেতন মহল জানিয়েছেন।
Check Also
নতুন সিইসি নাসির উদ্দীন
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ …