সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ছাত্রদল নেতা মুহিব ও তার বাবা যুবদল নেতা ঝিনুক উপর সন্ত্রাসী হামলা

বগুড়া সংবাদ :রক্ত দিয়ে ফিরে রক্তাক্ত হলেন বগুড়ার ছাত্রদল নেতা মুহিব ও তার বাবা যুবদল নেতা ঝিনুক।  আজ মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৭টার পর শহরের কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা মুহিব জানান, তিনি তাদের সংগঠনের এক ভাইয়ের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে ফিরে কানছগাড়িস্থ তার বাবার হোটেলে বসে ছিলেন।

এসময় এলাকার চিহ্নিত কয়েকজন মাদককারবারী ও কৃষকলীগের নেতারা একত্রিত হয়ে তার বাবার হোটেলে প্রবেশ করে বাবা এবং ছেলেকে বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাত্ব করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। মুহিব আরও জানান, এর আগে তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে মাদক ব্যবসা করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত ছিল। তারা সুযোগ পেয়ে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *