সর্বশেষ সংবাদ ::

তৃষ্ণা সাংস্কৃতিক পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়া সংবাদ ঃ বগুড়ার তৃষ্ণা সাংস্কৃতিক পরিষদের গৌরবময় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় পৌর পার্ক রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল হান্নান হিরুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক নাজমুল পারভেজ।
অনুষ্ঠানে আঞ্চলিক গানের জন্য তৌফিকুল আলম টিপু ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নাট্যজন তৌফিক হাসান ময়নাকে সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তে সংস্কৃতির বিকাশ ঘটছে। সংস্কৃতির বিকাশ যত ঘটবে, তত একটি জাতি সমৃদ্ধ হবে। সাংস্কৃতিক পরিমন্ডলে সকলে মিলে কাজ করতে হবে। সাংস্কৃতিক কর্মীরা লাভের আশায় কাজ করে না, তারা মানুষকে আনন্দ দিতে জীবনকে উপভোগ করতে শেখায়।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *