
বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের একনিজ ফিড মিলের পাশে বিদ্যুৎস্পৃষ্ঠে অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নি হ ত হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ছোনকা এলাকায় একনিজ ফিড মিলের ট্রান্সফরমার রুমের পাশে থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।
একনিজ ফিডমিলের নাইটগার্ড আব্দুল খালেক জানান, রোববার দিবাগত রাত অনুমান ৩ টার দিকে ফিড মিলের চার পাশে দেখে এসে রুমে বসেছিলাম। এর কিছ্ক্ষুনপর বিদ্যুৎ চলে যায়। পরে বৈদ্যুতিক খুটির কাছে গিয়ে দেখতে পায় মিলের ভিতরে সংযুক্ত ১১ হাজার ভোল্টের বৈদুতিক তারের উপরের পাইপ কাটা। পরে ট্রান্সফরমার রুমের দিকে গিয়ে অজ্ঞাত নামা ঐ যুবকের মৃতদেহ দেখতে পাই। এ সময় ট্রান্সফরমারের তার ঐ মৃত যুবকের শরীরের সাথে লাগানো ছিলো বলে তিনি জানান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। See less
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা