সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শেরপুরে মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে সাজাজ হোসেন নামের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সংবাদ : শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদী (ভাইরাল মিনি জাফলং) বেড়াতে নদীতে পড়ে ম/র্মা/ন্তিক এ দু/র্ঘ/ট/না ঘটে।

নি/হ/ত শিশু , ধনুট উপজেলার বিলচাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে সাদাত হোসেন (১৩)। তিনি পাশের গ্রামে সুত্রাপুর তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সাদাত সাঁতার না জানার কারণে এ দু//র্ঘট/না ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম।

তিনি জানান, আজ সকালে শিশুটিকে নিয়ে তার নানা ভাইরাল মিনি জাফলং খ্যাত নামে পরিচিত বাঙালি নদীতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে নদীতে নামে। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে এবং নদীর স্রোতের সাথে ভেসে গভীরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে লা/শ/টা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর কিছু অংশ সংস্কারের ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর জমে থাকায় দেখতে অনেকটা সিলেটের জাফলংয়ের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও পর্যটকরা এখানে ছুটে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

জায়গাটিকে ঘিরে বাড়তি নিরাপত্তার বিষয়ে ওসি জানান, ঈদের ছুটির কারণে পুলিশের সংখ্যা অনেক কম, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কিছু গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশও পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গাটি আমরা মারকিং করার ব্যবস্থা করছি।

Check Also

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটনায় পরিবারকে নগদ টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সহযোগিতা করেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গত সোমবার বগুড়ার গাবতলীতে উন্চুরখি টোন পাড়া গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *