বগুড়া সংবাদ : বগুড়ায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১১ই এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ায় ভেন্যু নির্ধারণ করা হয়েছে আলতাফুন্নেছা খেলার মাঠ । এ তথ্য পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন।
তিনি জানান, আগামী ১১ এপ্রিল বগুড়াসহ চার শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। বগুড়ায় খুরশীদ আলম, আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, কনকচাঁপা, ন্যান্সি, বেবি নাজনী্স লুইপাসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন কনসার্টে। এছাড়া ঢাকার কনসার্টে থাকছেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হায়দার হোসেন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। চট্টগ্রামে থাকবে মাইলস, সোলস্, আর্ক, লালন, চিশতী বাউলসহ বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পী। খুলনায় তাহসান, আসিফ, টুনটুন বাউল, ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
