বগুড়া সংবাদ : এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাসের দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২টায় শহরের সাতমাথায় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়। শিক্ষক সমিতির জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতী মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মো. আজিজুল হক রাজা, জেলার যুগ্ম আহ্বায়ক মাহিনুর রহমান, কর্মচারী ফেডারেশনের জেলার সভাপতি আমিনুর রহমান, বাকশিস নেতা অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ফেরদৌস আলম।
শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল আলীম, বুলবুল হাসান, সাইফুল ইসলাম, বজলুর রশিদ, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, খন্দকার আব্দুল ওয়াদুদ, সোহেল রানা, কর্মচারী ফেডারেশনের নেতা স্বপন, মুন্না, ওবায়দুর রহমান বেনু প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, শিক্ষক সমাজ ভাল না থাকলে শিক্ষার মান বাড়ানো সম্ভব নয়। তাদের ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়েছে। ইএফটির বেড়াজালের দোহাই দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গত ফ্যাসিষ্ট সরকারের কতিপয় আমলা ও ইএফটির সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী বেতন ও বোনাস থেকে বঞ্চিত। তারা অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ দাবি করেন। একই সাথে অবিলম্বে বেতন ও বোনাস প্রদান করার দাবি জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
