সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার পল্লীতে আগুনে পুড়ে আফতাব উদ্দিন(৫০) নামের এক প্রতিবন্ধী মুদী দোকানীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। গত ১৫মার্চ শনিবার রাত সাড়ে ১১টার সময় আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনারদিন রাতে আফতাব দোকান বন্ধ করে দোকান ঘরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে দ্রæত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে দোকানে থাকা শারীরিক প্রতিবন্ধী আফতাব মারা যান এবং দোকানের বেশকিছু মালামাল পুড়ে যায়।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদী দোকানী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদী দোকানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায়  ৪২ কোটি টাকার কোবরা সাপের বিষসহ দুইজন গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা মূল্যের সাপের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *