সর্বশেষ সংবাদ ::

সান্তাহার পৌরসভার উদাসীনতা কারনে রাস্তায় জলাবদ্ধতা

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান সিভিল কলোনীর রাস্তায় ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ায় কারনে পানি উপচে পড়ে রাস্তায় জলাবদ্ধতা এতে সৃষ্ট হয়েছে ব্যাপক জণদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের সাত নং ওয়ার্ডের চা-বাগান সিভিল কলোনী মহল্লার একটি রাস্তার (জুট প্রেসের দক্ষিন পার্শ্বে-এল জি শো-রুম পর্যন্ত) মোড়ে বাসা-বাড়ির পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি ড্রেন দীর্ঘ দিন বন্ধ হওয়ার ফলে ড্রেনের পানি উপচে পরে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতি দিন উক্ত রাস্তা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করে এবং রাস্তাটি সান্তাহার হাটখোলামুখী রাস্তা হওয়ায় হাটের দিনগুলোতে দোগাছী,পাথরকুটা, মালশন সহ আশেপাশের গ্রামের অনেক মানুষ পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে চলাচল করে। ড্রেনের পানি দ্বারা জলাবদ্ধতা হওয়ায় স্থানীয় অনেক মুসল্লিদের মধ্যে দেখা যাচ্ছে চরম ক্ষোভ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাস্তায় ভিডিও ও ছবি ভাইরাস হয়েছে।
এই ব্যাপারে চা-বাগান মহল্লার বাসিন্ধা মামুনুর রশিদ মানুন জানান, প্রায় ৪ মাসের অধিক সময় থেকে রাস্তাটির এমন বেহাল দশা। যার ফলে পথচারীদের পড়তে হচ্ছে চরম দূর্ভোগ, আমি ও আমার এলাকাবাসী একাধিক বার বিষয়টি সান্তাহার পৌরসভার প্রকৌশলীকে জানালে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
চা-বাগান মহল্লার আরেক বাসিন্দা রাকিবুল হাসান রাকিব বলেন, পূর্বে  মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্বে থাকাকালীন সময় কোন সমস্যার সমাধানে এত দীর্ঘ সময় লাগেনি। বর্তমান পৌর কতৃপক্ষকে একাধিক বার অভিযোগ দিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এই বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটির সংস্কারের জন্য টেন্ডার হয়েছে খুব তারাতাড়ি কাজ শুরু হবে। তবে প্রাথমিক ভাবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবসা করা হবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *