বগুড়া সংবাদ: বগুড়ায় স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে বগুড়া সদর থানাধীন কলোনী এলাকায় অবস্থিত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে এ হত্যার ঘটনা ঘটে। পড়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠান। নিহত স্কুল শিক্ষার্থী চক ফরিদ এলাকার মানিকের ছেলে ফাহিম। ফাহিম ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে লেখা পড়া করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এস. এম. মঈনুদ্দিন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
