সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চার জনের সাজা

বগুড়া সংবাদ :: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে চারজন মাদক সেবিকে সাজা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
সাজাপ্রাপ্ত চারজন হলেন, উপজেলার পারইল গ্রামের সুদিপ কুমারের ছেলে শুভ কুমার (২০),দ্বীনবন্ধর ছেলে জয়ন্ত সাহা (২৮),সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৮) ও বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান,মাদক সেবন করে মাতাল হয়ে বিশৃংখলা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানাপুলিশের সহায়তায় উপজেলার পারইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই গ্রামের শুভ কুমার,জয়ন্ত সাহা,বেলাল হোসেন ও বিশিয়া গ্রামের জহুরুল ইসলাম কে হাতেনাতে ধরা হয়। এর পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/৫ধারা অনুয়ায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো একশত টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,দন্ড প্রাপ্ত চারজনকে সোমবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Check Also

ধুনটে এলডিপির আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *