সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুর

রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুর

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের অদুরে অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হন।

নিহত দুই বন্ধু হলেন উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল হক (২০) এবং একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে জিহাদ হোসেন (২০) ।
নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন জানান,এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতেন এমদাদুল। সেখান থেকে গত দুইদিন আগে বাড়ীতে আসেন। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যান। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের পশ্চিমে অদুরে পৌছলে  একটি অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই জিহাদ মারা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এমদাদুলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটা নাগাদ মারা যায়। তবে ওই দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে অটো ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *