বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ দিনব্যাপী এসএমই পণ্যমেলা মেলা শুরু হয়েছে। শনিবার ৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই মেলা বেলুন ও ফেন্টুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি বলেন, সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, এসএমই মেলার মাধ্যমে। উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য উৎসাহ দেওয়া এবং তাদের তৈরি পণ্য বাজারজাত করার লিংকেজ তৈরি করা হয়। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা করা হয়। তিনি আরো বলেন, সরকারের প্রোগ্রামে রয়েছে বগুড়াতে চামড়া শিল্প ও কৃষি জাত পণ্যের একটি অঞ্চল তৈরি করার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। এতে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক মো: তোছাদ্দক হোসেন, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আলম। বিভাগীয় এসএমই পণ্যমেলায় মোট ৭০টি স্টল থাকবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো- ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা। এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
Check Also
দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …